কলারোয়ায় বাসের ধাক্কায় মুহূর্তে দুমড়েমুচড়ে গেলো ইজিবাইক, আহত ৫
সাতক্ষীরার কলারোয়ায় বাসের ধাক্কায় মুহূর্তে দুমড়েমুচড়ে গেলো ইজিবাইক। দূর্ঘটনায় শিশুসহ ৫ জন আহত হয়েছে। আহতদের সাতক্ষীরা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৫জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পৌরসভাধীন যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে ইউরেকা তেল পাম্পের সামনে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান- যশোর থেকে ছেড়ে আসার যাত্রীবাহী বাস (যশোর-জ-১১-০১০২) ইউরেকা তেল পাম্পের সামনে এসে চলন্ত ইজিবাইকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। ইজিবাইকে থাকা ৫ জন যাত্রী গুরুতর আহত হয়।
এসময় স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহত উপজেলার ঝাপাঘাট এলাকার কামরুল ইসলামের স্ত্রী মিনু (৩৫), তার শিশু ছেলে রোহান (২), বোয়ালিয়া গ্রামের মুজিবর সরদারের ছেলে ইজিবাইক চালক রাজ্জাক (২৩), পূর্ব ভাদিয়ালী গ্রামের গড়াল গাজীর স্ত্রী ফাতেমা খাতুন (৫০), কেরালকাতা গ্রামের আব্দুর রহমানের ছেলে ইসমাইল হোসেন (৫০) কে উদ্ধার করে। পরে তাদের কলারোয়া সরকারি হাসপাতাল থেকে সাতক্ষীরা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে যাত্রীবাহী বাসটি জব্দ করে।