আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস২০২৪ উপলক্ষে
কলারোয়ায় মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
যে মুখে ডাকি মা, সেই মুখে মাদককে না’ রুখে দাঁড়াও, মাদকের বিরুদ্ধে হে যুবসমাজ’ মাদক কোন ফ্যাশন নয়, ভয়াবহ পরিণতির নাম’ জেনে রেখো, নেশা জাত দ্রব্য আল্লাহ হারাম করেছেন’ এসকল স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি উপলক্ষে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুন) সকাল সাড়ে নয়টায় গ্রীন পিস কলারোয়া’র উদ্যোগে কলারোয়া সরকারি কলেজ চত্বর থেকে শুরু করে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন গ্রীন পিস কলারোয়ার সভাপতি শরীফুজ্জামান মিঠু।
এর সময় উপস্থিত ছিলেন জাহিদ হাসান মিঠু, মনিরুল ইসলাম মনোয়ার, এইচ এম এরশাদসহ গ্রীন পিস কলারোয়ার কর্মকর্তা বৃন্দ।
ঘণ্টাব্যাপী এ র্যালিতে প্রশাসনিক কর্মকর্তার প্রতিনিধি সহ যুবসমাজের একটা অংশ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার লোক অংশ নেন।
র্যালি শেষে উপজেলা প্রশাসন চত্বরের সামনে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন-
মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষার জন্য প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের আরো সচেতন হওয়া সময়ের দাবি।
তারা আরো বলেন- মাদক একটি সুন্দর পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। বর্তমানে এ অপরাধ সমাজে আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। মাদকের টাকা যোগাড় করতে গিয়ে যুবসমাজ সামাজিক অপরাধ চুরি, ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। এমনকি পিতা-মাতাকেও মারধর করতে দ্বিধা করে না।
নিজেদের পরিবারকে বাঁচাতে যুব সমাজকে এসব অপরাধ থেকে ফিরিয়ে আনতে জনসচেতনতা প্রয়োজন। মাদকের আসক্তি থেকে যুবসমাজকে বাঁচাতে পরিবার, সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। মাদক বেপারীদের চিহ্নিত করে আইনশৃংখলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে।