ক লারোয়া হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত সেই বৃদ্ধা “মা”য়ের মৃত্যু
কলারোয়া প্রতিদিন ডেক্সঃ
অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় পড়ে থাকা অজ্ঞাত বৃদ্ধা “মা”। গত ছয় দিন আগে ডাক্তার নোমান তাকে কলারোয়া ও শার্শা উপজেলার সীমান্তবর্তী এলাকা বেলতলা থেকে উদ্ধার করে, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। অনেক খোঁজাখুঁজির পরেও তার কোন নাম পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (২৯ জুন) বিকাল তিনটার দিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঐ অজ্ঞাত বৃদ্ধা “মা”। তার নাম পরিচয় না পাওয়া যাওয়ায় কলারোয়া উপজেলার কাজীর হাট এলাকার মাহবুবুর রহমান নামে এক ব্যক্তি মৃতদেহ নিয়ে সৎকার করার ইচ্ছা পোষণ করেছেন।