কলারোয়ায় এবার দেখা মিললো রাসেল,স ভাইপারের বাচ্চা,আতঙ্কে এলাকাবাসী
কলারোয়া প্রতিদিন ডেক্সঃসাতক্ষীরার কলারোয়া উপজেলার ভারত সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ২ নং জালালাবাদ ইউনিয়নের শংকরপুর গ্রামে এবার দে খা মিললো ভয়ংকার রাসেল,স ভাইপারের বাচ্চা।শংকরপুর গ্রামের তৌহিদ হুজুরের ছেলে সাংবাদিক রেজওয়ান প্রথমে পুকুরে খাদ্য দিতে যেয়ে নিজ ঘরের পিছনে পিঁপড়ার আক্রমনে আহত ১/২ দিন বয়সি সাপের বাচ্চা দেখতে পায়,সাপের বাচ্চা দেখতে পাওয়ার পরে আশেপাশের প্রতিবেশীদের ডেকে নিয়ে নিচ্ছিত হয় এটা রাসেল,স ভাইপারের বাচ্চা।পরে এটাকে মেরে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। এলাকাবাসীর ধারনা বাচ্চা যখন দেখতে পাওয়া গেছে আশেপাশে আরও বাচ্চা সহ মা সাপ অবস্থান করছে।