কলারোয়ার কলেজ পাড়া জামে মসজিদে আশুরা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া পৌরসভাধীন কলেজ পাড়া জামে মসজিদে আশুরা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বাদ মাগরিব হতে কলারোয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে আরবি প্রভাষক মাওলানা তৌহিদুর রহমানের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাহবারে দ্বীন, কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা কামরুজ্জামান, সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইউনুস আলী বাবু, রাজনগর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা আলমগীর হোসেন, কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ, মুরারী কাটি জামে মসজিদের ইমাম মোঃ আব্দুর রকিব, কলেজ পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস, বাস স্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান, হাফেজ মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, পবিত্র আশুরা থেকে আমরা শিক্ষা পাই যে, ইসলাম ফুল বিছানো পথে আসেনি। ইসলাম এসেছে কাঁটা বিছানো পথে। যারা যুগে যুগে ইসলামকে প্রতিষ্ঠা করতে গেছে তাদের উপরে নেমে এসেছে যুলুম আর নির্যাতন। বর্তমানেও যারা সারা দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাদের উপরেও নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। জেল জুলুম এমনকি ফাঁসির মঞ্চে যেতে হচ্ছে। যারা সত্যিকারের ইসলামের পথে থাকবে তাদের এমনটি হবেই। আশুরা প্রতিটি মুসলমানকে সেই শিক্ষাই শিক্ষা দেয়।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন, কলারোয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আহমদ আলী। এ সময় শহরের বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক ধর্মভীরু মুসাল্লি উপস্থিত ছিলেন। পরে সকল মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
