নিম্ন চাপের প্রভাবে শার্শায় মুশলধারে বৃষ্টি; খুশি কৃষক, দুর্ভোগে দিন মজুর শ্রমিক
নিম্ন চাপের প্রভাবে যশোরের শার্শায় গত দু দিনে মুশলধারে একাধারে বৃষ্টি হচ্ছে। গত দু দিন সূর্যের দেখা মেলেনি।খুশি এলাকার কৃষকরা, চিন্তিত শ্রমিক। বৃষ্টিতে উপজেলার নাভারন সহ বিভিন্ন এলাকায় পানিতে থৈ থৈ করছে। টানা বর্ষণে তলিয়ে গেছে এলাকার ছোট খাটো পুকুর.খানাখন্দ। গত দু দিন আগেও সোনালী আশ পাট ও আমন ধান রোপণের জন্য, বৃষ্টির জন্য চাষীরা চিন্তিত ছিল। এমনকি অনেক জায়গাই মাঠে পাট শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছিল। ঠিক সে মুহূর্তে বৃষ্টির ঘনঘটা। বৃষ্টির আগমনে উপজেলার বূরুজ বাগান গ্রামের কৃষক আব্দুস সবুর বলেন, আল্লাহ্ তাআলা সঠিক সময়ে বৃষ্টি দিয়েছেন এবং আমাদের প্রত্যাশা পুরন করেছেন এর জন্য শুক্রিয়া আদায় করেন। শিকার পুর গ্রামের কৃষক আকবর আলী বলেন,পানির অভাবে মাঠে পাট শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছিল এই বৃষ্টির খুবই প্রয়োজন ছিল এবং বৃষ্টি আসাতে আমরা পাট জাগ দিতে পারছি, আর চিন্তার কোন কারণ নাই। বালুন্ডা গ্রামের ইরশাদ আলী বলেন, টানা বর্ষণে মাঠে পানি বেধে যাওয়ায় আমন রোপণের জন্য আর স্যালোমেশিন থেকে সেচ দেওয়া লাগবে না। তবে বিরতিহীন ভাবে বৃষ্টির ফলে খেটে খাওয়া সাধারণ মানুষের আয় রোজগারে পড়েছে ভেটো। চিন্তিত হয়ে পড়েছে দিন মজুর শ্রমিক।
টানা বর্ষনে থানা সদর বড় বড় বাজার সহ গ্রামগঞ্জের হাট বাজারগুলো ক্রেতা শূন্য ফাকা অবস্থা বিরাজ করছে। বৃষ্টির কারণে শার্শা উপজেলার বড়. বড় বেনাপোল. নাভারন. বাগআচড়া বাজারের শপিং মল.মার্কেট. বিপনন কেন্দ্র গুলোতে মালিক. মহাজন.কর্মচারীরা অলস সময় পার করছেন। এমনকি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে।