কলারোয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়া উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন এর সভাপতিত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সেনাবাহিনীর সাতক্ষীরা রেসপন্সেবল ইনচার্জ ক্যাপ্টেন ফাহিম।
এ সময় বর্তমান প্রেক্ষাপট নিয়ে আরও আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামরুজ্জামান, সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম, পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, সেক্রেটারী মাওলানা আলমগীর হোসেন, কলারোয়া পৌরসভা জাতীয়তাবাদী দল বিএনপি’র সভাপতি শরীফুজ্জামান তুহিন, বিএনপি নেতা অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, এম এ হাকিম সবুজ, শওকাত হোসেন, জাতীয় ইমাম সমিতি, কলারোয়া উপজেলা শাখার সভাপতি মুহাঃ আসাদুজ্জামান ফারুকী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার সমন্বয়ক সাইয়্যেদুল হাসান বান্না, মোঃ আবির হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, ইসলামী ছাত্রশিবিরের কলারোয়া পূর্ব শাখার সভাপতি আহসান হাবিব ইমরোজ, বাংলাদেশ পুলিশের কলারোয়া থানা প্রতিনিধি এস.আই মাহমুদুল হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন বাহিনীর সদস্যরা।
মতবিনিময় সভায় সেনাবাহিনীর রেসপন্সেবল ইনচার্জ ক্যাপ্টেন ফাহিম বলেন, জেলার কোথাও কোন অরাজকতা করলে ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে শাস্তি পেতে হবে। জেলার সবকটি উপজেলায় সেনা চৌকি বসানো হবে। তিনি রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেন। তিনি আশ্বস্থ করেন দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসলে তারা দ্রুত বেরাকে ফিরে যেতে পারবে।
তিনি সবাইকে শান্ত ও ধৈর্য ধরার পরামর্শ দেন। একই সাথে আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয় সে জন্য সবার সহযোগীতা কামনা করেন। বিশৃঙ্খলা সৃষ্টি হলে সেনাবাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসন প্রতিরোধে এগিয়ে আসার অনুরোধ জানান।