কলারোয়ায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ আগষ্ট (বুধবার) বিকাল সাড়ে চারটায় দলটির নিজস্ব কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামারুজ্জামান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায়
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এই জনপদের কৃতি সন্তান অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, উপজেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, উপজেলা জামায়াতের সাবেক আমীর রেজাউল ইসলাম, মাওলানা ওসমান গনি, সহকারী সেক্রেটারি আব্দুল গফুর মন্টু, শাহজাহান কবির, মাস্টার হাফিজুর রহমান, কলারোয়া পৌরসভা জামায়তের আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, পৌরসভা জামাতের সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের তিন শাখার সভাপতি সেক্রেটারি বৃন্দ ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া যিনি জালেমের হাত থেকে মাজলুমকে রক্ষা করেছেন। দেশের দায়িত্বশীল শূন্য অবস্থায় যেন কোন দুষ্কৃতিকারী কোন প্রকার সহিংসতা ঘটাতে না পারে সে ব্যাপারে নেতা কর্মীদের ভূমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন, ইসলাম ও ইসলামী সংগঠনকে জনগণের কাছে সঠিকভাবে উপস্থাপন করার জন্য ইউনিট দায়িত্বশীল ভাইগণকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নিজেদের আরো বেশি উন্নত আমল ও জ্ঞানগত পরিধি সমৃদ্ধ করে জনগণের কাছে ইসলামের সঠিক ধারণা তুলে সংগঠনের বলয়ে নিয়ে আসতে হবে।