ভারতে যাওয়ার সময় ঢাকা ছাত্রলীগ নেতা বেনাপোলে বিজিবি’র হাতে আটক

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ঢাকা নবাবগঞ্জ বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজীব হালদারকে আটক করেছে বিজিবি।

বুধবার দুপুর দুইটার সময় পাসপোর্টে ভারতে যাওয়ার সময় যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়ানের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাকে আটক করে।
বিজিবি তার কাছে জিজ্ঞাসাবাদ করার সময় সে বলে, চিকিৎসার জন্য ভারত যাওয়ার উদ্দেশ্য যাচ্ছিল।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ছাত্রলীগের সভাপতি সজীব হালদারকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সকল সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়েছে। এইসব সীমান্ত দিয়ে আওয়ামী লীগের কোন জনপ্রতিনিধি বা সাবেক কোন প্রতিনিধি অবৈধ ভাবে অনুপ্রবেশ না করতে পারে সে ক্ষেত্রে কঠোর নিরাপত্তা জোরদার করেছি। সীমান্তে প্রত্যেক বিওপি পোস্টে পেট্রোল ও অতিরিক্ত বিজিবি মোতায়ন করা হয়েছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *