বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় সাংবাদিকদের আয়োজনে দোয়া অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বীর শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ আগস্ট শনিবার সকাল দশটায় “কলারোয়া সাংবাদিক ফোরাম” ও বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল “কলারোয়া প্রতিদিন” যৌথ আয়োজনে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অডিটরিয়ামে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলারোয়া প্রতিদিন এর সম্পাদক মুহাঃ আসাদুজ্জামান ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক সংগ্রাম এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি আবু সাঈদ বিশ্বাস।
এ সময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কলারোয়া নিউজ এর সম্পাদক আবু রায়হান মিকাইল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা সমন্বয়ক সায়্যেদ হাসান আল বান্না, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক মোজাফফর হোসেন পলাশ, নির্বাহী সদস্য মোর্তজা হাসান মুন্না, কলারোয়া থানা পুলিশের উপ পরিদর্শক মাহমুদুল হাসান মিন্টু, দৈনিক সংগ্রাম এর কলারোয়া প্রতিনিধি খোরশেদ আলম, কলারোয়া প্রতিদিন এর সহ-সম্পাদক প্রভাষক আব্দুল আলিম, রেজওয়ান উল্লাহ, শরিফুজ্জামান মিঠু, স্টাফ রিপোর্টার মোঃ জাহিদুল হাসান মীর রোকনুজ্জামান, মোস্তাফিজুর রহমান, এইচ এম এরশাদ, আহসান হাবীব ইমরোজ, রাকিব হোসেন, আব্দুল কাদের, শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদসহ সকল শহীদদের স্মৃতিচারণপূর্বক রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।