কলারোয়া বাজার মনিটরিং এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙ্গে পড়েছে। এমন পরিস্থিতিতে বসে নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তারা নেমে এসেছেন রাস্তায়।
পরিষ্কার করছেন রাস্তাসহ বিভিন্ন স্থাপনার আবর্জনা। দক্ষ হাতে করছেন রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ।
এবার এসব শিক্ষার্থীদেরই দেখা গেছে বাজার মনিটরিং করতে।
রবিবার (১১ আগস্ট) সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন তারা।
কলারোয়া চাউল পর্টি হতে বাজারের ভেতর দিয়ে উপজেলা মোড় এবং হাসপাতাল রোড ঘুরে শিক্ষার্থীরা দোকানে টাঙানো মূল্য তালিকা ও সেই অনুযায়ী পণ্য বিক্রি হচ্ছে কিনা সেটি মনিটরিং করেন। এ সময় তারা বিক্রেতাদের বেশি দামে পণ্য বিক্রি না করার অনুরোধ জানান। পাশপাশি কাউকে চাঁদা না দিতেও পরামর্শ দেন।
এই বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বিক্রেতারা সিন্ডিকেটকে দায়ী করছেন। তারা সেটি পর্যবেক্ষণ করছেন।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার অন্যতম সমন্বয়ক সায়্যিদ হাসান আল বান্না, কলারোয়া উপজেলার অন্যতম সমন্বয়ক শেখ আবির আহমেদ,ইফতেখার মাহমুদ তন্ময়, সহ-সমন্বয়ক কাজী রেজওয়ান আজম তুর্য, মাহফুজুর রহমান শিশির, উপজেলা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোরহান সাদিক, কাতিবুর রহমান, তাফহীমুল ইসলাম, ফুয়াদ আল আবরার এবং শাওন শ্রাবণ্য প্রমুখ।