কলারোয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী
শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
১১ আগস্ট রবিবার সকাল ১০টায় কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট স্কুলের অডিটরিয়ামে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেন,
মাহফুজুর রহমানের উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, সরকারি জি কে এম কে পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রকিব, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার অন্যতম সমন্বয়ক সাইয়্যেদুল হাসান বান্না, কলারোয়া উপজেলা সমন্বয়ক শেখ আবীর হোসেন, ইফতেখার মাহমুদ তন্ময়, কলারোয়া উপজেলা সদস্য ফুয়াদ আল আবরার, কাতিবুর রহমান, মাহফুজুর রহমান, তাফহীমুল ইসলাম, ফাহিম সিদ্দিকী প্রমুখ।
এসময় কলারোয়া সরকারি কলেজ, গার্লস পাইলট হাইস্কুল, সরকারি জি কে এম কে পাইলট হাইস্কুল ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল পরিমাণ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বীর শহীদদের রুহের মাগফিরাত আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলারোয়া থানা জামে’ মসজিদ কমপ্লেক্সের খতিব ও ইমাম মাওলানা আসাদুজ্জামান ফারুকী।