কলারোয়ায় হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামীর মত বিনিময় সভা অনুষ্ঠিত
কলারোয়ায় হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামীর মত বিনিময় সভা অনুষ্ঠিত
দেশের চলমান পরিস্থিতিতে শান্তি-শৃংঙ্খলা বজায় রাখা ও সকল ধরনের আতঙ্ক দূর করতে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলার নেতৃবৃন্দ।
সোমবার (১২ আগস্ট) বিকাল ৪টায় কলারোয়া আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সন্তোষ পাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ রায়, পূজা উদযাপন পরিষদের অন্যতম সংগঠক মনিষ ঘোষ, রঞ্জন কুমার ঘোষ, অরবিন্দ রায়, দীপক ঘোষ, রবীন্দ্রনাথ ঘোষ, অসীম পালসহ সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি, কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামরুজ্জামান, নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, ২নং জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার শওকত আলী, পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। তারা হিন্দু সম্প্রদায়ের লোকদের ভাই হিসেবে দেখে। জামায়াতে ইসলামী বিশ্বাস করে, এই দেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সব ধর্মের মানুষ তাদের পূর্ণ নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে। স্বাধীনভাবে ধর্ম চর্চা করবে।
মাওলানা কামরুজ্জামান সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জামায়াতে ইসলামী ও তাঁর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের পাশে সবসময় ছিল এবং থাকবে বলে প্রতিশ্রুতি দেন।
এসময় মাওলানা ওসমান গনি হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির রক্ষা করা, হিন্দুদের নিরাপত্তা বিধান করাসহ সার্বিক সহযোগিতা করারও অঙ্গিকার ব্যক্ত করেন।