ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কলারোয়ার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (২৩আগস্ট) জুমার নামাজ শেষে কলারোয়া উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হোন শিক্ষার্থীরা। পরে কলারোয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা।

এ সময় সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী খালিদ হাসান সান এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া থানা জামে’ মসজিদ কমপ্লেক্সের খতিব ও কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফারুকী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার অন্যতম সমন্বয়ক সায়্যিদ হাসান আল বান্না, কলারোয়া উপজেলার অন্যতম সমন্বয়ক শেখ আবির আহমেদ, ইফতেখার মাহমুদ তন্ময়, সহ-সমন্বয়ক ফুয়াদ আল আবরার, কাজী রেজওয়ান আজম তুর্য, মাহফুজুর রহমান শিশির, উপজেলা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোরহান সাদিক, কাতিবুর রহমান, তাফহীমুল ইসলাম প্রমুখ।

এসময় ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমার দেশ ডুবলো কেনো, সরকারের কাছে জবাব চাই’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়তে হবে ভারত ভক্তি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, মোদির দুই গালে জোতা মারো তালে তালে, বন্যায় যদি মানুষ মরে, সেভেনে সিস্টার থাকবে নারে” এমনসব স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভরত শিক্ষার্থীদের।

বক্তারা বলেন, বাংলাদেশের সাথে ভারতের যে আন্তর্জাতিক নদীগুলো আছে তার পানিগুলোর ন্যায্য হিস্যা দিতে হবে। এছাড়াও ইতিপূর্বে ফ্যাসিবাদী সরকারের সাথে ভারতের যে অন্যায্য ও গোপন চুক্তিগুলো হয়েছিল তা দ্রুত বাতিল করতে হবে। এবং বাংলাদেশের সাথে আলোচনা না করে কোনো বাঁধ খুলে দেওয়া যাবে না।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *