বন্যা কবলিত মানুষের পাশে মানবিক ফারিয়া
বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে কলারোয়ার “মানবিক ফারিয়া”।
টানা বৃষ্টি এবং ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারসহ দেশের ১১ টি জেলায় প্রায় ৩৮ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে যখন মানবেতর জীবন যাপন করছে তখন আর্থিক সহায়তার হাত বাড়ালো কলারোয়ার “মানবিক ফারিয়া”
রবিবার ইশার নামাজ শেষে তারা কলারোয়া থানা জামে মসজিদ কমপ্লেক্সের খতিব মাওলানা আসাদুজ্জামান ফারুকী’র কাছে এ আর্থিক অনুদান তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মোজাফফর হোসেন পলাশ, মোঃ হাসানুজ্জামান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ফারুক হোসেন, মোঃ আব্দুল হান্নান খান, মোঃ শামীম হোসেন, মোঃ লিটনসহ “মানবিক ফারিয়া” এর নেতৃবৃন্দ।