শার্শায় বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

যশোরের শার্শা উপজেলা ১০নং শার্শা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গাতিপাড়া গ্রাম বিএনপি ও গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে যৌথ আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৭শে আগষ্ট মঙ্গলবার ৩টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহরিয়ার আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত,যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ধানের শীষের মনোনয়ন প্রত‍্যাশী আবুল হাসান জহির, তিনি বলেন গত সরকার শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি,,বেসরকারী সকল প্রতিষ্ঠানে সরকার দলীয় দূর্নীতিবাজ কর্মকর্তা ও সন্ত্রাসীদের কালো থাবা, এমন কোন প্রতিষ্ঠান নাই, তারা দূর্নীতি করে নাই, দূর্নীতির মাধ্যমে হাজার, হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদের উদ্দেশ্যে ছিল দেশের টাকা বিদেশে পাচার করে, স্বাধীন বাংলাদেশকে শূন্য করে,অর্থনৈতিক ভাবে ধবংস করা এবং দেশকে অস্থিতিশীলতা তৈরী করে এদেশকে বিশ্ব দরবারে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করাই ছিল স্বৈরাচারী হাসিনার ছিল মূল উদ্দেশ্য ।

এ সময় আরও বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু আব্দুল ওয়াহেদ,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, মনিরুল ইসলাম মনি, প্রভাষক মামুনুর রশীদ মামুন। এসময় অন‍্যান‍্যের মাঝে উপস্থিত ছিলেন ,৯ নং ওয়ার্ড বিএনপির নেতা রফিকুল ইসলাম ও জামায়াত নেতা জয়নাল আবেদীন, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক সদস্য সচিব ওয়াসি উদ্দিন জিন্নাহ,জেলা শ্রমিক দলের সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হাসান খান, যুবদলের আব্দুর রশীদ। গাতিপাড়া মাধ্যমিক বিদ‍্যালয়ের শিক্ষক কামরুজ্জামান, মাহাবুর রহমান ও বিদ‍্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সহ ওয়ার্ডের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওনায় আবদুল ওয়াদুদ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *