কারামুক্ত হলেন শেখ হাসিনার গাড়ি বহরের মিথ্যা মামলার আসামীরা!
দীর্ঘদিন হাজতবাস শেষে শেখ হাসিনার গাড়ি বহরের মিথ্যা মামলায় কারামুক্ত হলেন জামায়াতে ইসলামীর পাঁচ নেতা কর্মীসহ বিএনপি’র নেতৃবৃন্দ। জামায়াতে ইসলামের নেতৃবৃন্দরা হলেন কলারোয়া পৌরসভাধীন ১নং তুলসীডাঙ্গা ওয়ার্ডের মনিরুল ইসলাম মনি,২নং তুলসীডাঙ্গার রাকিবুর রহমান সবুজ, জালালাবাদ ইউনিয়নাধীন সিংহলাল গ্রামের মোঃ শাহাবুদ্দিন, জয়নগর ইউনিয়নাধীন উত্তর ক্ষেত্রপাড়ার আব্দুল গফ্ফার মোড়ল ও রামকৃষ্ণপুর গ্রামের শাহিনুর রহমানসহ বিএনপি নেতৃবৃন্দ।
তাদের মুক্তির পর দলটির নিজস্ব অফিস আল-আমিন ট্রাস্টে এক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামারুজ্জামান।
দলটির উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম এর সঞ্চালনায় আরো বক্তব্য পেশ করেন ও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অন্যতম নেতা মাওলানা ওসমান গনি, সাবেক উপজেলা আমীর মাওলানা ওমর আলী, অধ্যাপক রেজাউল ইসলাম, জামায়াত নেতা সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহকারি অধ্যাপক মশিউল আজম, অধ্যাপক ড. আব্দুল আজিজ মল্লিক, মাওলানা মোনায়েম হোসেন, মাওলানা তৌহিদুর রহমান, শিবির নেতা আহসান হাবীব ইমরোজ, রাকিব হোসেন প্রমুখ।
আলোচনার মধ্যে অনুভূতি ব্যক্ত করেন কারামুক্ত নেতৃবৃন্দ।
পরিশেষে এক আবেগঘন দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওমর আলী।
২০০২ সালে কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনার ১২ বছর পর কলারোয়া থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা আদালতে পৃথক তিনটি চার্জশীট দাখিল করেন। যার প্রেক্ষিতে আদালত সাবেক এমপি হাবিবসহ ৫০ জন বিএনপি নেতাকর্মীকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে।
ইতিমধ্যেই এই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে চারজন বিএনপি নেতা কর্মী কারাগারে মৃত্যুবরণ করেছেন।
সাবেক এমপি হাবিবসহ ৪৬ জন বিএনপি নেতাকর্মী দীর্ঘদিন কারা ভোগের পর (২৭ আগস্ট) মঙ্গলবার দুপুরে উচ্চ আদালতের ১১ নং বেঞ্চ থেকে তিনিসহ সকল নেতা-কর্মীর জামিন প্রদান করা হয়। ঐদিন তিনি জামিনে বের হলেও বাকিরা উচ্চ আদালতের জামিনের আদেশের কপি সাতক্ষীরায় আসার পর জামিননামা সম্পাদন শেষে বুধবার মাগরিবের নামাজ শেষে তারা কারামুক্ত হলেন।
কারাগারে থেকে যাওয়া অবশিষ্ট আসামিদের উচ্চ আদালতের জামিনের আদেশের কপি সাতক্ষীরায় আসার পর জামিন সম্পন্ন হবে বলে জানা যায়।