শার্শায় মুশলধারে বৃষ্টি কর্মক্ষেত্রে অচলাবস্থা চিন্তিত দিন মজুর শ্রমিক

সাগরে লঘু চাপের প্রভাবে যশোরের শার্শায় শনি, রবিবার দু দিনে মুশলধারে একাধারে বৃষ্টি হছে ও সেই সাথে দমকা হাওয়া হিমশীতল বাতাস বয়ে যাচ্ছে। গত দু দিন সূর্যের দেখা মেলেনি। চিন্তিত এলাকার খেটে খাওয়া দিন মজুর শ্রমিক। বৃষ্টিতে উপজেলার নাভারন সহ বিভিন্ন এলাকায় পানিতে থৈ, থৈ করছে। টানা বর্ষণে তলিয়ে গেছে,এলাকার ছোট, খাটো ঘের,বেতনা, বাওড়,পুকুর ও মাঠে রোপা আমন ধান। বিরতিহীন ভাবে বৃষ্টির ফলে, ঘর থেকে বাহির হতে পারছে না, খেটে খাওয়া সাধারণ মানুষ। আয় রোজগারে পড়েছে ভেটো। চিন্তিত হয়ে পড়েছে দিন মজুর শ্রমিক।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গত দুদিনে টানা বর্ষনে গ্রামগঞ্জের হাট বাজারগুলো ফাকা ক্রেতা শূন্য অবস্থা বিরাজ করছে। বৃষ্টির কারণে শার্শা উপজেলা সদরের বড়. বড় বেনাপোল. নাভারন. বাগআচড়া বাজারের শপিং মল.মার্কেট. বিপনন কেন্দ্র গুলোতে মালিক. মহাজন.কর্মচারীরা অলস সময় পার করছেন। এমনকি ব‍্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। রাস্তাঘাটে ও সড়কে ঢিলেঢালা যাত্রী বিহীন ভাবে গণপরিবহন ও রিক্সা, ভ‍্যান, বাইক চলাফেরা করছে। উপজেলা অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও,শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি একেবারে কম,সরকারি অফিস আদালতে দেখা গেছে একই অবস্থা।তবে এই দূর্যোগে বিদ‍্যুত লোডশেডিং মারাত্মক আকার ধারণ করেছে এবং এনজিও প্রতিষ্ঠানের ঋণেের কিস্তি আদায় থেমে নেই, এই দুর্যোগপূর্ণ আবওয়ায়। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টি আরো কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *