অসহায় রোগীর পাশে তালা-কলারোয়ার জনমানুষের আস্থাভাজন অধ্যক্ষ ইজ্জতুল্লাহ
জাহিদুল ইসলাম (জাহিদ)ঃকলারোয়া উপজেলার গণপতিপুর গ্রামের সোহাগ হোসেন মরণবাদী ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়।
সেখানে দীর্ঘ ২২ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ডাক্তারের তাকে ক্যামো থেরাপি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।
এ সময় রক্তের প্রয়োজন হয় তখন রোগীর পাশে থাকাআত্মীয় অন্য জায়গায় যোগাযোগ করে রক্ত সংগ্রহ করে পরবর্তীতে কোন এক মাধ্যমে কোন এক মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামের অন্যতম নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্ল্যা বিষয়টি জানতে পারেন এবং তিনি রোগীর খোঁজখবর নেওয়া শুরু করেন। তিনি রোগীর আত্মীয়র সাথে যোগাযোগ করে দেখা করার জন্য একটু সময় নির্ধারণ করেন এবং যথা সময় হাসপাতালে নিচে দাঁড়িয়ে থেকে রোগীর আত্মীয়র কাছে ফোন দেয় আত্মীয় নিচে ছয় তলা থেকে নিচে নেমে আসে এবং দেখেন তালা কলারোয়ার গণমানুষের নেতা বাংলাদেশ জামায়াত ইসলামের অন্যতম সূরা সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দাঁড়িয়ে আছে। রোগীর আত্মীয়র সাথে পায়ে হেঁটে ছয় তলায় ওঠেন এবং রোগীর খোঁজখবর নেন। এ সময় তিনি মহান রাব্বুল আলামিনের কাছে সোহাগের রোগ মুক্তির জন্য দোয়া করেন।
সাথে সাথে রোগের আত্মীয়ের কাছে সামান্য উপহার তুলে দেন। হাসপাতালে দায়িত্ব থাকা ডাক্তারের সাথে পরামর্শ করে তাদের বেডের ব্যবস্থা করেন।