বাবা-মায়ের কবরের পাশে শায়িত হলেন সাংবাদিক রুহুল আমিন গাজী

বাবা-মায়ের কবরের পাশে শায়িত হলেন সাংবাদিক রুহুল আমিন গাজী। বুধবার (২৫ সেপ্টেম্বর) এশার নামাজের পর চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।এর আগে বুধবার রাত ৮টায় রাজধানী ঢাকা থেকে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পরে লক্ষ্মীপুর শাহী জামে মসজিদ মাঠে সবশেষ জানাজার নামাজ হয়। এতে ইমামতি করেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী। এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের নেতৃবৃন্দ, বিএনপি ও জামায়াতের জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি কিডনি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ছিলেন।আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে তৈরি হয় নানা শারীরিক জটিলতা। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রলাইট) সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন তিনি।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *