শার্শার বাগআঁচড়ায় জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোডাউন
যশোরের শার্শা থানার বাগআঁচড়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোটরসাইকেল শোডাউন করেছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বাগআঁচড়ার দারুল আমান ট্রাস্টের মাঠ থেকে যাত্রা শুরু করে প্রায় তিন শতাধিক মোটরসাইকেল ইউনিয়নের সকল ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগআঁচড়া হাইস্কুল মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মোটরসাইকেল শোডাউন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বাগআঁচড়া ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুল্লাহ বেলালী এর সঞ্চালনায় বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা থানা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান (হাবিব)।
এছাড়া সমাবেশ আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানা টিম সদস্য ফিরোজ আল মাহমুদ। বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রুহুল আমিন, সেক্রেটারি আলহাজ্ব আব্দুস সাত্তার প্রমুখ।