কেরালকাতায় এতিম খানা পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ
কলারোয়া উপজেলার ৮ নম্বর কেরালকাতা ইউনিয়নের একটি এতিম খানা পরিদর্শন করেন কলারোয়া পৌরসভা জামায়াতের নেতৃবৃন্দ। আজ (১লা নভেম্বর ২০২৪) সকাল ১০ টায় কোমরপুরে অবস্থিত কুটির পুল এতিমখানা ও হাফিজি মাদ্রাসা পরিদর্শনে যান পৌরসভা জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন জামায়াত নেতা ও এতিমখানার পরিচালক মাওলানা ইয়াসিন আরাফাত, এতিমখানার মুহতামিম মাওলানা জামশেদ হোসাইন, কলারোয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন, পৌরসভা যুব জামায়াতের সভাপতি শরীফুজ্জামান মিঠু, জামায়াত নেতা জাহিদুর রহমান, আব্দুর রকিব, কামরুল ইসলাম, জিয়ারুল ইসলাম, অ্যাডভোকেট হুমায়ূন আহমেদ,মাও, আঃ কুদ্দুস, ইব্রাহিম হোসেন, বনি আমিন, সহ স্থানীয় নেতা কর্মীরা।
জামায়াত নেতৃবৃন্দ এতিমখানাটির বিভিন্ন দিক ঘুরে দেখেন, ছাত্রদের পড়ালেখা ও আবাসন ব্যবস্থার খোঁজখবর নেন এবং ছাত্রদের সাথে কুশল বিনিময় করেন।