আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে যশোরে মানবন্ধন

রফিকুল ইসলাম যশোর অফিসঃ আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তিরদাবি জানিয়ে মানববন্ধন করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর।

বুধবার ২রা অক্টোবর সকালে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মাহমুদের মুক্তির দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিক নামে দালালরা যখন সীমান্ত দিয়ে পালিয়ে গিয়েছে একজন মাহমুদুর রহমান তখন বিরদর্পে দেশে প্রবেশ করেছেন।
বক্তারা বলেন, মাহমুদুর রহমান প্রথম ব্যাক্তি যিনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে প্রথমে কলাম লিখেছেন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম আইকন বেগম খালেদা জিয়া। তারপর কোন ফ্যাসিবাদ বিরোধী একক ব্যক্তিত্ব সংগ্রামী মাহমুদুর রহমান। ৬৫ বছর বয়সে একটানা ৩৯ দিন রিমান্ডে ছিলেন এবং তার বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা করা হয়েছে। তারা অবিলম্বে ওই বিচারক ও পুলিশের বিচারের দাবি জানান।

তারা জানান তিনি আইন মান্য করে আদালতে আত্মসমর্পণ করেছেন।কিন্তু আদালতে তাকে মুক্তি না দিয়ে জেলে পাঠায়। জুলাই গণঅভ্যুত্থানের পর যেখানে অনেক সাধারণ মানুষ নিঃশর্ত মুক্তি পাচ্ছে। স্বৈরাচারমুক্ত বাংলায় এটা কাম্য নয়। আল্টিমেটাম দিয়ে তারা বলেন, আমরা সাংবাদিক সমাজ ৪৮ ঘণ্টা সময় দিলাম সরকারকে। তাকে না ছাড়া হলে আন্দোলনের মাধ্যমে আমরা মুক্ত করবো তাকে।

মানববন্ধনের বক্তব্য রাখেন, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি নূর ইসলাম,সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, তৌহিদ জামান, এস এম সোহেল প্রমুখ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *