ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীদের সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা ছাত্রশিবির সভাপতি রাশেদুল ইসলাম সহ শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখা।
৩ অক্টোবর ২০২৪ দুপুর ১২ ঘটিকায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গোমনতলী এলাকায় ছাত্রশিবিরের নেতাকর্মীসহ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী রড, হকিস্টিক , চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে রাশেদুল ইসলামসহ ১৫ জন শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে ৪ জন গুরুতর আহত অবস্থায় শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি হন।
এক যৌথবিবৃতিতে সাতক্ষীরা জেলা ছাত্রশিবির সভাপতি ইমামুল ইসলাম ও সেক্রেটারি জুবায়ের হুসাইন বলেন, ফ্যাসিবাদী হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও ফ্যাসিবাদের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তার অংশ হিসেবে আজকে আমাদের দায়িত্বশীলহ সাধারণ শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। অন্যথায় ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় প্রশাসনকেই নিতে হবে।
বার্তা প্রেরক
আনোয়ার হোসেন
প্রচার সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
সাতক্ষীরা জেলা শাখা।
