সাতক্ষীরার বীর সন্তান শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত নর্দান ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী সাতক্ষীরার বীর সন্তান দেবহাটা উপজেলার শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আজ (১২ অক্টোবর) শনিবার সকাল সাড়ে ১০টায় শহীদ আসিফ হাসানের গ্রামের বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুরে আসিফ হাসানের কবর জিয়ারত ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন। কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান শেষে নিহত শহীদ আসিফ হাসানের মা এবং বাবা মাহমুদ আলম গাজী সহ পরিবারের সদস্যদের শান্তনা দেন। কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় গুলিতে নিহত হন নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ হাসান।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *