কলারোয়ার জালালাবাদে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ৮ দলীয় নর্কআউট ফুটবল টুর্নামেন্ট

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ২ নং জালালাবাদ ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে ৮দলীয় নকআউট আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের আজ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় জালালাবাদ ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় জালালাবাদ ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলার সম্মানিত আমির মাওলানা কামরুজ্জামান ।
বিশেষ অতিথি ছিলেন,উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম,উপজেলা কর্ম পরিষদ সদস্য সাবেক চেয়ারম্যান মাস্টার শওকত আলী,ইউনিয়ন আমির ইউনিয়ন আমির মোহাম্মদ এরশাদ হোসেন, ইউনিয়ন সেক্রেটারি হাফেজ এরফান,আহসান হাবীব মন্টু স্যার,প্রভাষক মইদুর রহমান প্রমুখ।
উক্ত খেলায় জালালাবাদ ৬নং ওয়ার্ড জালালাবাদ ফুটবল একাদ্বশ ও ৩নং ওয়ার্ড বৈদ্যপুর ফুটবল একাদ্বশ খেলায় অংশ নেয়। খেলায় ৬নং ওয়ার্ড ৩-১ গোলে ৩নং ওয়ার্ডকে পরাজিত করে প্রথম ম্যাচ জেতার গৌরব অর্জন করে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *