কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে দর্জি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে দর্জি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে কলারোয়া আল- আমিন ট্রাস্ট মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কলারোয়া উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, ছাত্র জনতার আত্মত্যাগের ফলে আজ নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে দেশের মানুষ। দীর্ঘ ১৬ বছর পর দেশের জনগণ এখন শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে। এই অর্জন ধরে রাখতে আমাদের পেশার পাশাপাশি দ্বীন কায়েমের এ আন্দোলনে আমাদেরকে বিনয়ী হতে হবে, ধৈর্য্য ধারণ করতে হবে। সব শ্রেণিপেশার মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক চেতনার কল্যাণ রাষ্ট্র গঠনে প্রত্যেক কর্মীকে আদর্শ, ন্যায় পরায়ণ, সততা, সভ্যতা, দক্ষতা অর্জন এবং সাহসিকতার সাথে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হতে হবে।

কলারোয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক মাওলানা রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক সুজায়েত আলী।

এ সময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশন কলারোয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা কামারুজ্জামান, উপদেষ্টা মাওলানা শহিদুল ইসলাম, মোঃ আনারুল ইসলাম, মাওলানা মশিউর রহমান, দর্জি শ্রমিকের সভাপতি আবু সুলায়মান, সেক্রেটারি মাস্টার আনোয়ার আলী, শ্রমিক নেতা অধ্যাপক ইমামুল হক, ক্বারী রফিকুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, সুবহান আমিনসহ অনেকেই।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *