অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ’র সাথে তালা কলারোয়ার জামায়াত নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ’র সাথে তালা কলারোয়ার জামায়াত নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে পারস্পরিক মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন। জামায়াতে ইসলামী উপস্থাপিত সংস্কার প্রস্তাবের বিভিন্ন বিষয় সম্পর্কে তারা জানতে চান। কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ সাবলীল ভাষায় তা জবাব দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, কলারোয়া উপজেলা আমির মাওলানা কামারুজ্জামান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, তালা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, জামায়াত নেতা ডাক্তার মাহমুদুল হক, মাওলানা ওসমান গনি, ডাক্তার আফতাব উদ্দিন, মাওলানা ওমর আলী, অধ্যাপক শাহজাহান কবির, প্রফেসর আব্দুর রাজ্জাক, মাওলানা রুহুল কুদ্দুস।
