ঝিকরগাছায় বিএনপির নেতা নির্বাচন সম্পন্ন,

সভাপতি- মুন্নী, সম্পাদক- নিপুন

যশোরের ঝিকরগাছা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহন ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শেষ হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর ) সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পযর্ন্ত বিরতিহীন ভাবে এ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে ৪ টি পদে মোট ১০ জন প্রতিদ্বন্দ্বীতা করেন এবং ঝিকরগাছা থানাধীন ১১ টা ইউনিয়ন এবং একটি পৌরসভার ৭৮১ জন ভোটেরের মধ্যে ৭৫২ জন উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ।

এসময় নির্বাচনী কেন্দ্র পরর্দশন করেন,প্রধান নির্বাচন কমিশনার ও যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সবেরুল হক সাবু,
সিনিয়ার যুগ্নু আহবায়ক দেলোয়ার হোসেন খোকন,মনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু,আলহাজ্ব আনিসুর রহমান মুকুল।

এ নির্বাচনে ৪৩৭ ভোট পেয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নি সভাপতি নির্বাচিত হয়েছেন।তার নিকট তম প্রতিদ্বন্দ্বী মর্তুজা এলাহী টিপু পেয়েছেন ২৯০ ভোট।

সাধারণত সম্পাদক পদে ২৬২ ভোট পেয়ে ইমরান হাসান সামাদ নিপুণ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোরশেদ আলম পেয়েছেন ২৪৩ ভোট,আশফাকুজ্জান খান রনি পেয়েছেন ২২৩ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মুরাদুন্নবী মোরাদ ৩৬৮ পেয়ে প্রথম বিজয়ী ও কাজী আব্দুস সাত্তার ৩৪৩ ভোট পেয়ে দ্বিতীয় বিজয়ী হয়েছেন। তাদের নিকট তম প্রতিদ্বন্দ্বী গোলাম কাদের বাবলু পেয়েছেন ২৯৯ ভোট, এনামুল হক পেয়েছেন ২২৯ ভোট ও শাহিন আহম্মেদ পেয়েছেন ১৩৮ ভোট।

এদিকে নির্বাচিতদের শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব এ্যাডঃ সৈয়দ সাবেরুল হক সাবু ও যুগ্ম সিনিয়র আহবায়ক দেলোয়ার হোসেন খোকন প্রমূখ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *