শার্শায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শার্শায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।
রবিবার (২৭ )শে অক্টোবর ১১ টায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, যশোরের শার্শায় উপজেলা যুবদলের উদ্যোগে যুবদলের আহবায়ক মুস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষ রোপণ কর্মসূচির অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান লিটন। সদর ইউনিয়ন সভাপতি ওসমান আলী, আহম্মদ আলী শাহীন।
উপজেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক ইমদা, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, আসাদুজ্জামান আসাদ, আল মামুন বাবলু, মনিরুল ইসলাম মনি, আওরঙ্গজেব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আবু জুবায়ের শাওন সহ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।