পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে

বাগআঁচড়া জামায়াতে ইসলামীর গণসমাবেশ ও আলোকচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে শার্শার বাগআঁচড়ায় জামায়াতে ইসলামীর আয়োজনে গণসমাবেশ ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টা হতে বাগআঁচড়া হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফারুক হাসান এর সভাপতিত্বে বাগআঁচড়া ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুল্লাহ বেলালী ও মাস্টার তবিবর রহমান এর যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।

গণসমাবেশে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যশোর জেলা পশ্চিম শাখার আমির মাওলানা হাবিবুর রহমান, শিবির নেতা মোঃ আব্দুল্লাহ, ইনামুল হাসান , জামায়াত নেতা এড.জাহাঙ্গীর আলম, প্রভাষক মাওলানা হাবিবুর রহমান, ফিরোজ আল মাহমুদ, মাস্টার ইসমাইল হোসাইন, মাওলানা রুহুল আমিন, আলহাজ্ব আব্দুস সাত্তার ও মাওলানা আব্দুল করিম প্রমুখ।

সমাবেশ শেষে পল্টন ট্রাজেডির আলোকচিত্র ডিজিটাল পর্দার মাধ্যমে প্রদর্শনী করা হয়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *