২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কলারোয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ

২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কলারোয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ।
রবিবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় কলারোয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমীর সাবেক ইউ.পি চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান।
মাওলানা আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ ইউনুস আলী, প্রভাষক হাফিজুর রহমান, ম্যানেজার অপারেশন আব্দুস সবুর প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলারোয়া থানা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান ফারুকী
সবার জন্যে সব সময় পাশে থাকার ব্রত নিয়ে প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটি কাজ করে যাচ্ছে।
