কলারোয়ায় মাসিক আইন-শৃঙ্খলা বিষয়সহ ৩টি সভা অনুষ্ঠিত

কলারোয়ায় উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩০ অক্টোবর)সকাল ১১ টা থেকে সভা তিনটি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পর্যায়ক্রমে অনুষ্ঠিত উভয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জহুরুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি)আব্দুল্লাহ্ আল ইমরান, থানার অফিসার ইনচার্জ শামসূল আরেফিন,
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, সাব-রেজিস্ট্রার ইমরুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, প্রাথমিক শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, সমাজসেবা অফিসার নুরে আলম নাহিদ, মহিলা বিষযক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তুহিন,
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, ফায়ার সার্ভিস কমান্ডার হুমায়ূন কবির, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান, পৌর আমীর ইউনুস আলী বাবু,
আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমেদ আলী, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান (সঞ্জু), যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, কাজী সিরাজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীবৃন্দ। একই ভেন্যুতে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আইন-শৃঙ্খলা, মাদক, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, চোরাচালানসহ উপজেলার বিভিন্ন বিষয়, অপরাধমূলক কর্মকান্ড রোধের উপর গুরুত্ব আরোপ করা হয়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *