কেরালকাতা ইউনিয়নের আয়োজনে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের আয়োজনে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা হাইস্কুল অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেরালকাতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ আমজাদ হোসাইন এর সভাপতিত্বে সেক্রেটারি মাষ্টার আজিজুল হক্বের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামারুজ্জামান, সাবেক আমীর মাওলানা ওমর আলী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাজাহান কবির, সাবেক ছাত্র নেতা মাওলানা ইয়াসিন আরাফাত, ইউনিয়ন যুব জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ শাহিনুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর বলেন, শত শত ছাত্র এবং দেশবাসীর জীবনের বিনিময়ে দেশ শৈরাচার শাসক থেকে পূনরায় স্বাধীন হয়েছে।তাই আসুন আমরা সকলে ধর্ম,বর্ণ,দল-মত ভূলে এক সাথে সবাই মিলে আমাদের দেশটাকে নতুন ভাবে গড়ি।
