কলারোয়ায় বেসিক কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে টেকাব ২য় পর্যায় কারিগরি সহায়তা প্রকল্পের ২ মাসব্যাপী বেসিক কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং কোর্সের সমাপণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল ১১টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে উক্ত সমাপণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল ইমরান, প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, নির্বাচন অফিসার ওয়াহিদ মুরাদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল আহম্মেদ, টেকাব প্রকল্পের প্রশিক্ষক তাইজুল ইসলাম, সহকারী প্রশিক্ষক এমদাদুল হক প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির মাওঃ কামরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা শেখ শরীফুজ্জামান তুহিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলামসহ প্রশিক্ষনার্থীরা।
অনুষ্ঠান শেষে ৪০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে যাতায়াত ভাতা প্রদান করা হয়।