জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে কলারোয়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে কলারোয়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে আলোর দিশা কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সঞ্চালনায় কলারোয়া উপজেলা সমবায় অফিসার অনিমেশ কুমার দাশ এর সভাপতিত্বে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম।

এসময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমীর মাওলানা কামারুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা পল্লী উন্নয়ন সমবায়
অফিসার এস. এম.এ সোহেল,কলারোয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি’র সভাপতি সাইফুল্লাহ আজাদ, কলারোয়া প্রেস ক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সন্জু, পানিকাউরিয়া খাল পানি ব্যবস্থাপনা স.স.লি এর শহীদুল ইসলাম, ভরভরিয়া বিল পানি ব্যবস্থাপনা স.স.লি এর মুজিবর রহমান, শাকদহ পরিত্রাণ সার্বিক গ্রাম উন্নয়ন স.স.লি’র সুমা মন্ডল, রাজনগর নতুন জীবন দুগ্ধ উৎপাদন এর সভানেত্রী মনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক পারুল খাতুন,

কলারোয়া উপজেলা সমবায় সেক্টরে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ মোঃ সাইফুল্লাহ আজাদ, সবুজ হোসেন, শহীদুল ইসলাম, আর এম ফুহাদ ও আবুল কালাম আজাদকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য যে, প্রতিবছর নভেম্বর মাসের ১ম শনিবার দিবসটি সারাদেশ ব্যাপী উদযাপন করা হয়।
জাতীয় সমবায় দিবস বাংলাদেশ সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য দিনটি পালন করা হয়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *