পৌর যুব জামায়াতের সভাপতি মিঠু’র নানীর জানাজা ও দাফন সম্পন্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া পৌরসভা যুব বিভাগের সভাপতি শরীফুজ্জামান মিঠু’র নানী রমেছা খাতুন’র জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২ নভেম্বর) আসরের নামায শেষে হেলাতলা ইউনিয়নাধীন রঘুনাথপুর গ্রামে এই জানাযা অনুষ্ঠিত হয়। তিনি স্টোকজনিত কারণে ইন্তেকাল করেন।
মৃত্যু কালে মরহুমা রমেছা খাতুন’র বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ২ ছেল, ৪
মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাযায় অংশ গ্রহন করেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাও. কামারুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারী মাও. শহিদুল ইসলাম, তারবিয়াত সেক্রেটারী প্রফেসর আব্দুর রাজ্জাক, অফিস সেক্রেটারী জাহিদ হাসান মিঠু, যুব সেক্রেটারী মনিরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী আসাদুজ্জামান রোমেল, যুব বিভাগের পৌর সেক্রেটারী গোলাম সরোয়ার প্রমুখ।
সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত মুসল্লি জানাযায় অংশ গ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযার নামাযের ইমামতি করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউ.পি চেয়ারম্যান মাও. কামরুজ্জামান।