মৃত্যুর ১ মাস পর প্রবাসী শাহজাহানের লাশ বাংলাদেশে দাফন সম্পন্ন
মৃত্যুর প্রায় এক মাস পর লিবিয়া থেকে নিজ গ্রামে পৌঁছালো যশোরে শার্শা উপজেলার দাউদখালী গ্রামের মৃত শাজাহান কবীর আলীর লাশ। সুদূর লিবিয়া থেকে মৃত অবস্থায় ফিরে চির নিদ্রায় শায়িত হলেন, তার পারিবারিক কবরস্থানে।
এ সময় তার স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
রবিবার (৩রা) নভেম্বর রাত ২ টার সময় লিবিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাই তার লাশ। কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে, রাত ৩ টার সময় স্বজনদের কাছে লাশের কফিন হস্তান্তর করা হয়।
এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। পরে ঢাকা থেকে লাশবাহী এম্বুলেন্সে করে লাশ আনা হয়, তার নিজ গ্রাম যশোরের শার্শা উপজেলার কাইবা ইউনিয়নের দাউদখালী গ্রামে।
মৃত মরদেহ দেখে স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিন সকাল ১১ টার সময় জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মৃত শাহজাহান কবীর হলেন দাউদ খালি গ্রামের আমজুর আলী ধাবকের ছেলে। তার স্ত্রী দু কন্যা ও একটি ছেলে সন্তান রয়েছ।
শাহজাহান লিবিয়া শহরে কাজ করতেন, এ বছর তার দেশে বেড়াতে আশার কথা ছিল। হঠাৎ তিনি একটি সড়ক দুর্ঘটনায় আহত হন এবং লিবিয়ায় চিকিৎসাধীন অবস্থায়,
গত ৮ই অক্টোবর না ফেরার দেশে চলে যান। সে দেশে তার বৈধতা না থাকায়, বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তার মরদেহ দেশে আনা হয়।
বেনাপোল প্রতিনিধি।