মেজাজ হারিয়ে কর্মীকে থাপ্পড় মারলেন ফখরুল
মেজাজ হারিয়ে নিজ দলের কর্মীকে থাপ্পড় মেরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের শপথগ্রহণ উপলক্ষে রোববার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গেলে এ ঘটনা ঘটে। এরই মধ্যে মির্জা ফখরুলের মেজাজ হারানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, জিয়াউর রহমানের সমাধিস্থলে ঢোকার সময় দলীয় নেতাকর্মীদের ভিড়ে ধাক্কা খেয়ে মেজাজ হারিয়ে ফেলেন মির্জা ফখরুল। এ সময় তিনি দলের এক কর্মীকে থাপ্পড় মেরে বসেন।
এরপর মেয়র হিসেবে শপথ নেওয়া ডা. শাহাদাত হোসেনসহ নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফখরুল। পরে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ শুধু দেশটাকেই ধ্বংস করেনি ক্ষমতাকে কুক্ষিগত করতে প্রতিটি নির্বাচনকে তারা তাদের মতো করে সাজিয়েছে। চট্টগ্রামে মেয়র নির্বাচনে আমাদের জয়ী প্রার্থীর ফলাফল তারা কেড়ে নিয়েছিল।
আদালতের রায় মেনে শাহাদাতকে শপথ পড়ানোয় অন্তর্বর্তীকালীন সরকারকেও ধন্যবাদ জানান ফখরুল। তিনি বলেন, এভাবেই প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ কীভাবে নির্বাচন করেছে।