ঢাকা জেলা দক্ষিণ জামায়াতের রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত
সকল আন্দোলন সংগ্রামে জামায়াত দেশপ্রেমিক জনতার অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে-মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন। দেশের রাজনীতিতে জামায়াতের অবদান রয়েছে। সকল আন্দোলন সংগ্রামে জামায়াত দেশপ্রেমিক জনতার অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে। উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সৎ, দক্ষ ও খোদাভীরু নেতৃত্বের কোন বিকল্প নেই। জামায়াতে ইসলামী সমাজে খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে।”
শনিবার (২ নভেম্বর) ঢাকা জেলা দক্ষিণ শাখা আয়োজিত রুকন (সদস্য) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি এ, বি, এম কামাল হোসাইন এর সঞ্চলনায় শিক্ষাশিবিরে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আবদুস সামাদ।