সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী ফজলুল হকের ছেলে ফাহাদ হেফজ সম্পন্ন করেছেন
সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক ও সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি একেএম ফজলুল হকের ছেলে ফাহাদ আল ফাইয়াদ হেফজ সম্পন্ন করেছেন।আজ তার মাদরাসার উদ্যোগে আয়োজিত হেফজ সম্পন্নকারী হাফেজদের মাঝে সনদ বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উস্থিত থেকে সনদ প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত আমীর, উপাধ্যক্ষ শহিদুল ইসলাম (মুকুল)।উল্লেখ্য ফাহাদের পিতা কলারোয়া পৌরসদরের ঝিকরা গ্রামের নিজ বাড়িতে ২০২১ সালের ২৬ ডিসেম্বর,রবিবার ভোর ৪টার দিকে স্ট্রোক জনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তিনি মারা যান। তার ছেলে ফাহাদ হেফজ সম্পন্ন করায় তার অনুভুতিব্যক্ত করে বলেন “ আমার আব্বু জীবিত থাকলে আমার হেফজ সম্পন্ন করার খবরে তিনি সব চাইতে বেশি খুশি হতেন। আমি শিশুকালে প্রথমে তার কাছে কুরআন শিখেছি। তিনি আমার অনুপ্রেরণার বাতিঘর।” সাতক্ষীরা সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক একেএম ফজলুল হক কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের বহুড়া গ্রামের বাসিন্দা সোনাবাড়িয়া হাইস্কুলের প্রাক্তন শিক্ষক প্রয়াত আব্দুর রহিমের পুত্র। তিনি দীর্ঘদিন জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত এবং ছাত্রজীবনে তিনি খুলনা মহানগর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন।