কলারোয়া আলিয়া মাদ্রাসায় মা সমাবেশ অনুষ্ঠিত

নৈতিক শিক্ষার মান ধরে রেখে শিক্ষার উন্নয়ন,ঝরে পড়া রোধ, উপস্থিতি নিয়মিতকরণ ও বাল্য বিবাহ রোধ কল্পে এসো দ্বীনের আঙ্গিনায়, চলে যাও দেশ সেবায় এ স্লোগানকে সামনে রেখে কলারোয়া আলিয়া মাদ্রাসায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় মাদ্রাসা অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী’র সভাপতিত্বে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসাটির সাবেক অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও তরুণ আলোচক ক্বারী মাওলানা জুলফিকার আলী, ঝিনাইদহ।

এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা তরিকুল ইসলাম, সুফিয়া কুরবান, শাহনাজ পারভিন, শিরীনা ওসমান, মালেকা ফারুকী, সহকারী অধ্যাপক মোঃ মহিদুর রহমান, মোছাম্মৎ শাহনাজ পারভিন ও মাওলানা তৌহিদুর রহমান প্রমূখ।

এছাড়াও মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবক মায়েরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমাদ আলী।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *