আশাশুনিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার আশাশুনিতে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৪ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুস সবুর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, যুব জামায়াতের উপজেলা সভাপতি ডাঃ রোকনুজ্জামান, ছাত্র শিবিরের সাবেক থানা সভাপতি বেলাল হোসাইন প্রমুখ।

আলোচনা সভায় অতিথিবৃন্দ বলেন- ৭ই নভেম্বরের মূল শিক্ষা হলো খালেদ মোশাররফ ছিলেন বাকশালী চিন্তায় উদ্বুদ্ধ, কর্নেল তাহের ছিলেন সমাজ তান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ, কিন্তু জিয়াউর রহমান ছিলেন মুসলিম মূল্যবোধে বিশ্বাসী। ফলে ৭ নভেম্বর সিপাহী জনতার প্রচেষ্টায় এই বিপ্লব ও সংহতি সম্পন্ন হয়। এ আলোকে আমাদের করণীয় আগামী দিনে ইসলামী সমাজ কায়েমের জন্য বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষা একটি ইসলামী সমাজ বিনির্মাণে রাষ্ট্র গঠন। তাই আসুন আমরা সকলে অগ্রণী ভূমিকা পালন করি।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *