কলারোয়ায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কলারোয়া উপজেলার ৩নং কয়লা ইউনিয়ন এর অফিস শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ৩নং কয়লা ইউনিয়নের এ অফিস উদ্বোধন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং কয়লা ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলামের এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমীর, সাবেক ইউ.পি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক ইসলামী ব্যাংক কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, বাংলাদেশের জামায়াতে ইসলামী পেশাজীবী বিভাগের উপজেলা সভাপতি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, পৌর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, মুরারীকাটী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলামসহ কয়লা ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগন।
উল্লেখ্য যে, একই দিনে নেতৃবৃন্দের উপস্থিতিতে ২নং জালালাবাদ জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন করা হয়।