গ্যাসফর্মজনিত কারণে হাসপাতালে ভর্তি সাবেক এমপি হাবিব

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সফল এমপি হাবিবুল ইসলাম হাবিব হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। কলারোয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন এবং উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক সালাহ উদ্দিন পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, গ্যাস্ট্রিকের কারণে ও হঠাৎ পেট অত্যাধিক ফুলে যাওয়ায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলারোয়া উপজেলা বিএনপির সকল নেতা-কর্মী তার দ্রুত সুস্থ্যতা কামন করেছেন। আল্লাহ প্রাণপ্রিয় নেতাকে সুস্থতা দান করুন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *