বৈকরঝুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মা সমবেশ অনুষ্ঠিত
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে ১০নং বৈকরঝুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সহকারী শিক্ষক শাহিনুজ্জামান এর সঞ্চালনায় প্রধান শিক্ষিকা শাকিলা খানমের সভাপতিত্বে এ মা সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন পি.টি.এ সভাপতি আহসান হাবীব।
আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ছিলেন ০৯ নং ওয়ার্ড সদস্য আজিজুর রহমান, মা অভিবাবক ফরিদা খাতুন, অর্চনা চক্রবর্ত্তী, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, জেসমিন আরা, জাহানারা খাতুন, তাসলিমা পারভীন, জাকির হোসেন, তাইজুল ইসলাম, রোজিনা খাতুন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের পাশাপাশি মায়েদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। মা সমাবেশ প্রতিটি বিদ্যালয়ে আয়োজন করার প্রয়োজন। এতে সন্তানদের শিক্ষিত করতে মায়েদের ভূমিকা সম্পর্কে আরো সচেতন হবেন তারা। ফলে আমরা শিক্ষিত জাতি হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করতে সক্ষম হবো।
আয়োজিত মা সমাবেশে মায়েদের স্বতঃর্স্ফূত উপস্থিতিতে এক উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত মায়েদের বক্তব্যে পূর্বের চেয়ে লেখাপড়া অনেক গুণ বৃদ্ধি পাওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।