রাজশাহীতে ক্লাস ফাঁকি দিয়ে পদ্মা পাড়ে আড্ডা, আটক ৯

রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ফাঁকি দিয়ে পদ্মা পাড়ে আড্ডা দেওয়া ৯ শিক্ষার্থীকে আটক করে পরে অভিভাবকদের জিম্মায় দিয়েছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার ৬ নভেম্বর দুপুর ১২ টায় রাজশাহী মহানগরীর পদ্মা পাড় এলাকা হতে শিক্ষার্থীদের আটক করা হয়।
রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু শিক্ষার্থী ক্লাস চলাকালীন স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে নগরীর পদ্মা পাড়ের বিভিন্ন স্পটে এসে আড্ডা দিচ্ছে। এছাড়াও কিশোর অপরাধের মত বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে পড়ছে। এমন অভিযোগ কিছু দিন হলো রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়ের কাছে আসতে থাকে।
প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল ৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ থেকে আরএমপি’র পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নগরীর বিভিন্ন স্পটে ক্লাস ফাঁকি দেওয়া শিক্ষার্থীদের আটক করতে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় ৬ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ডিবি পুলিশের একটি টিম নগরীর পদ্মা পাড়ে বিভিন্ন স্পর্ট থেকে ৯ শিক্ষার্থীকে আটক করে আরএমপি সদর দপ্তর ডিবি কার্যালয়ে নিয়ে আসে।
পরবর্তীতে অভিভাবকদের মুঠোফোনে ডেকে তাদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এই অভিযান অব্যাহত থাকবে ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *