শার্শার বাগআঁচড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
যশোরের শার্শার বাগআঁচড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের আয়োজনে এ বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও সাবেক যুবদল নেতা আলমঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা থানা বিএনপির যুগ্ন- আহবায়ক ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস।
এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা থানা বিএনপির সদস্য সহিদুল ইসলাম, মশিয়ার রহমান, আব্দুর রশিদ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন- আহবায়ক শাহাজান কবির, ইয়াকুব ধাবক, কায়বা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক তাজউদ্দিন আহমেদ, শার্শা থানা যুবদলের যুগ্ন- আহবায়ক মেহেদী হাসান, শার্শা থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, রাজু মোল্ল্যা, কালাম আজাদ।
অপরদিকে বাগআঁচড়া ইউনিয়নের যুগ্ন- আহবায়ক মোনায়েম হোসেন এর সভাপতিত্বে ও থানা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাবুর সঞ্চালনায় বাগআঁচড়ার হল পট্টিতে বিএনপির কার্যলয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান রবিউল হোসেন, জামাল উদ্দীন, উপজেলা বিএনপির সদস্য ও কায়বা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহারিয়ার হোসেন মুকুল, ওলিয়ার রহমান, বিএনপির নেতা রফিকুল ইসলাম সন্তুু, মিকাইল হোসেন মনা, যুগ্ন আহ্বায়ক তৌহিদ হোসেন, যুবদলের যুগ্ন আহব্বায়ক সোহাগ ও কবির হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপি নেতা প্রভাষক আলমগীর কবির, প্রভাষক হুমায়ন কবির প্রমুখ।
পরে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুজ্জামান মিঠু ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পৃথকভাবে দুটি র্যালি বাগআঁচড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শ’শ স্থানে এসে শেষ হয়।