অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এর আগমন উপলক্ষে জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য তালা- কলারোয়ার গণ মানুষের নেতা অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ’র কলারোয়ায় আগমন উপলক্ষে গয়রা বাজার ও সরসকাটি বাজারে পৃথক পৃথক স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাদ মাগরিব জামায়াতে ইসলামীর উদ্যোগে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের নেতৃত্বে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে জামায়াতে ইসলামী, যুব জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইসলামী ছাত্রশিবিরসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আকতার ফারুকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল গফুর মন্টু, কলারোয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস, যুব জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি আবদুল কাদের প্রমুখ ।
এছাড়াও সরসকাটি বাজারে অনুরূপ স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে, আগামী ৯ নভেম্বর শনিবার চন্দনপুর হাই স্কুল মাঠে ও ১০ নভেম্বর সরসকাটি ইউনিয়ন পরিষদ চত্বরে যুব সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন।