তালার পথসভায় অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ
জামায়াতে ইসলামী তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে পাটকেলঘাটা পাঁচরাস্তা মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী সরুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ শাহ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আগামী সংসদ নির্বাচনের পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক ফেডারেশন জেলা শাখার সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মো. কামারুজ্জামান, তালা উপজেলা জামায়াতের সাবেক আমীর ডা. মাহমুদুল হক, মাও. আলতাফ হোসেন, ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাও. রেজাউল করিম, এড. বাশারত উল্লাহ আওরঙ্গী বাবলা, মাও. মফিদুল ইসলাম, অধ্যাপক ইদ্রিস আলী, মনিরুজ্জামান সাগর, আব্দুল হালিম প্রমুখ। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তালা কলারোয়া আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।